
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মবাষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবাষিকী উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মঞ্জুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মুহাম্মাদ আবদুল গফুর ও স্কুল অব বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এর ডীন জনাব মোঃ সাজেদুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এম এ রশিদ এবং ছাত্র কল্যাণ এর উপদেষ্টা জনাব শহিদুল ইসলাম।
আলোচনা সভায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জীবনী উপস্থাপন করেন শিক্ষার্থীদের পক্ষ থেকে ব্যবসায় প্রশাসন বিভাগের তাইভা আক্তার ইভা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ মঞ্জুর হোসেন বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখনি, কবিতা, গান এবং তাদের রচনার সাথে মিশে আছে এই বাংলার মানুষের সংস্কৃতি ও কালের বিবর্তনের নানা ইতিহাস। পরাধীন বাংলায় তাদের পৃথক পৃথক লেখনিতে অনুপ্রাণিত হয়েছিলো মুক্তিকামী যোদ্ধারা। শুধু তাই নয় যেমন আমরা বিশ্বকবির কাছ থেকে পেয়েছি আমাদের জাতীয় সঙ্গীত এবং দেশপ্রেম জাগ্রতকরণের মন্ত্র তেমনি স্বাধীনতা অর্জনে বিদ্রোহী কবি নজরুলের থেকে পেয়েছিলাম এগিয়ে যাওয়ার নির্ভয়মন্ত্র। তার বিদ্রোহী কবিতা ও রণসঙ্গীত আজও এগিয়ে যাওয়ার সাহস যোগায় সকলকে। দুই কবি তাদের স্ব স্ব অবস্থানে আপন মহিমায় মহিমান্বিত যা এত বছর পর এসেও তাদের সমকক্ষ আর কেউ তৈরি হয়নি তাইতো ইতিহাসের পাতায় তারা অমর।
আলোচনা সভায় পর্যায়ক্রমে রবীন্দ্রনাথ ও নজরুলের জীবনের নানা গুরুত্বপূর্ণ স্মৃতিচারণের মাধ্যমে বক্তব্য রাখেন রেজিস্ট্রার মুহাম্মাদ আবদুল গফুর, স্কুল অব বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এর ডীন জনাব মোঃ সাজেদুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বিভাগীয় চেয়ারম্যানগন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।