![মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত](https://cust.edu.bd/wp-content/uploads/2022/12/IMG20221229112701-scaled.jpg)
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ২৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার সকাল ১০:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মঞ্জুর হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মোসাঃ ইলোরা পারভীন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ’র সদস্য মোঃ মোরশেদ আলম এবং বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মুহাম্মাদ আবদুল গফুর। শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা শহিদুল ইসলাম।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. এম. এ. রশীদ এবং অ্যাডজান্ট ফ্যাকাল্টি প্রফেসর ড. মোঃ আমানউল্লাহ সহ ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মোঃ সাজেদুর রহমান।
উক্ত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে রচনা, উপস্থিত বক্তৃতা ও স্ব-রচিত কবিতা আবৃত্তি’র উপর প্রতিযোগিতার মাধ্যমে পুরষ্কার বিতরন করা হয়।
পরিশেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
![Victory Day 2022 Celebration](https://cust.edu.bd/wp-content/uploads/2023/01/IMG20221229130202-1024x831.jpg)