মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়-এর একাডেমিক ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে ২০ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার দিবাগত রাত ১২:০১ ঘটিকায় বিশ্ববিদ্যালয়-এর স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে শহিদ মিনার-এ ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পণ এর মাধ্যমে যথাযথ মর্যাদার সাথে দিবসটি উদযাপন শুরু হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আগে, বিশ্ববিদ্যালয়ের আয়োজনে একটি প্রভাতফেরি ক্যাম্পাসের চারপাশে প্রদক্ষিণ করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মঞ্জুর হোসেন, রেজিস্ট্রার জনাব মুহাম্মাদ আবদুল গফুর, বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য জারিন তাসনিম জান্নাত ও স্কুল অব বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট-এর ডীন মোঃ সাজেদুর রহমান উপস্থিত ছিলেন । এ সময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় চেয়ারম্যানগন, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রমুখ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মুহাম্মাদ আবদুল গফুর বলেন, বাঙালী জাতির অস্তিত্বের ইতিহাসে ২১ এ ফেব্রুয়ারি একটি প্রতিশ্রুতির নাম, একটি অনুভূতির নাম। এই অনুভূতিকে আমাদের ধারণ করতে হবে। তিনি তুলে ধরেন ইতিহাসের জানা-অজানা সব তথ্য। তুলে ধরেন বাঙালী ও বাঙালী জাতির দীর্ঘ সংগ্রাম, ইতিহাস, ঐতিহ্য ও সমৃদ্ধির কথা।
অনুষ্ঠানে ভাষা শহীদদের স্মরণে বক্তারা নতুন প্রজন্মের কাছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ মঞ্জুর হোসেন বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে সমন্বয় কমিটির সব কর্মসূচি সুষ্ঠুভাবে নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।