জাতির জনকের জন্ম শতবার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার সকাল ১০:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়-এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা গাজী এম এ সালাম’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট এর সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ডঃ প্রফেসর খোন্দকার শাফায়েত হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব উম্মে সালমা।
প্রধান অতিথি তার বক্তব্যে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সকলের অংশগ্রহণের উপর আলোকপাত করেন। তিনি আর্থ সামাজিক উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের উপহার দিয়েছেন একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডঃ পাড় মশিয়ূর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন। উক্ত আলোচনা সভায় বিভিন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও প্রধান অতিথি কেক কেটে মুজিব বর্ষের উদ্বোধন করেন।