সিইউএসটি-তে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আজ মঙ্গলবার (২৩ মে) সকাল সাড়ে ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মঞ্জুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মুহাম্মাদ আবদুল গফুর। এ সময় আরো উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এম এ রশিদ, স্কুল অব বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এর ডীন জনাব মোঃ সাজেদুর রহমান এবং ছাত্র কল্যাণ এর উপদেষ্টা জনাব শহিদুল ইসলাম।
অনুষ্ঠিত এই সভায় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ মঞ্জুর হোসেন বলেন, ‘জুলিও কুরি’’ শান্তি পদক তাদেরই দেয়া হয় যারা বিশ্ব শান্তি জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন। ১৯৭২ সালের ১০ অক্টোবর বিশ্বশান্তি পরিষদের প্রেসিডেনশিয়াল কমিটির সভায় বাঙালি জাতির মুক্তি আন্দোলন এবং বিশ্বশান্তির সপক্ষে বঙ্গবন্ধুর অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রদানের জন্য শান্তি পরিষদের মহাসচিব রমেশ চন্দ্র প্রস্তাব উপস্থাপন করেন। পৃথিবীর ১৪০ দেশের শান্তি পরিষদের ২০০ প্রতিনিধির উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’শান্তি পদক প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ১৯৭৩ সালের ২৩ মে বঙ্গবন্ধুকে আনুষ্ঠানিকভাবে এই আন্তর্জাতিক প্রদান করা হয়।
আলোচনা সভায় বিভাগীয় চেয়ারম্যানগন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।