২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ২৬ মার্চ ২০২৩ তারিখে সকাল ১১ টায় “২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের উপর আলোচনা সভার আয়োজন করে এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরে।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মুহাম্মাদ আবদুল গফুর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. এম এ রশিদ, স্কুল অব বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এর ডীন জনাব মোঃ সাজেদুর রহমান এবং ছাত্র কল্যাণ এর উপদেষ্টা জনাব শহিদুল ইসলাম। এ সময় অনুষদের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।