লে. কর্ণেল (অবসরপ্রাপ্ত) এইচ. এম. এ গাফফার, বীর উত্তম – এর মৃত্যুতে শোক প্রকাশ
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও মুক্তিযুদ্ধে অসমান্য অবদানের জন্য বীর উত্তম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি (সিইউএসটি)-এর বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য এবং খুলনা জেলার ডুমুরিয়ার কৃতি সন্তান লে. কর্ণেল (অবসরপ্রাপ্ত) এইচ. এম. এ গাফফার, বীর উত্তম অদ্য ১২/০৪/২০২০ রবিবার সকাল ১১.৪৫ ঘটিকায় কম্পাইন্ড মিলিটারি হসপিটাল (সিএমএইচ)- এ শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তাঁর মৃত্যুতে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি একজন অভিভাবককে হারালো।