মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ১৪ মার্চ ২০২২ সোমবার দুপুর ১২:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়-এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ শামীম হালদার’র সভাপতিত্বে আলোচনা সভা পরিচালিত হয়।
উক্ত আলোচনা সভায় বিভাগীয় চেয়ারম্যানগন, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রিরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সকলের অংশগ্রহণের এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’র উপর আলোকপাত করেন।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের উপহার দিয়েছেন একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড।