মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ৩১ মার্চ ২০২২ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়-এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মঞ্জুর হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মোসাঃ ইলোরা পারভীন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ’র সদস্য মোঃ মোরশেদ আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ শামীম হালদার।
বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ আজ একটি বিশেষ গর্বের জায়গায় দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু’র স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে গভীর দেশ প্রেমে উজ্জীবিত হয়ে সকলকে দেশ গড়ার কাজে নিজ নিজ অবস্থান থেকে আত্মনিয়োগ করতে হবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিভাগীয় চেয়ারম্যানগন। উক্ত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা, চিত্রাঙ্কন, স্ব-রচিত কবিতা আবৃত্তি ও স্ব-রচিত গান’র উপর প্রতিযোগিতার মাধ্যমে পুরষ্কার বিতরন করা হয়। উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে কেক কাটা হয়।
পরিশেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।