আলহাজ্ব গাজী এনায়েত হোসেন – এর মৃত্যুতে শোক প্রকাশ
অত্যন্ত দূঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি (সিইউএসটি)-এর প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান গাজী এম এ সালাম-এর পিতা এবং এ্যাডভান্সড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এডব্লিউএফ) –এর সদস্য আলহাজ্ব গাজী এনায়েত হোসেন অদ্য ০৭/১০/২০২০ বুধবার সকাল ০৭.২০ ঘটিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সাবেক পিজি হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ৩ পূত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাঙ্খি রেখে গিয়েছেন। তিনি খুলনার ডুমুরিয়ায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করেছেন। তাঁর প্রথম নামাজে জানাজা সিইউএসটি-এর স্থায়ী ক্যাম্পাস, মিরপুর-১৫ এ সকাল ১১:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। জনাজায় উপস্থিত ছিলেন সিইউএসটি-এ বিওটি সদস্য জনাব রেজাউল কবির, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ডিপ্লোমা) আবু শাহিন কাউসার ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ভোকেশনাল) নূর-ই ইলাহী এবং সাবেক অতিরিক্ত পুলিশ সুপার জনাব কামরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয় ও এডব্লিউএফ শিক্ষা পরিবারের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জানাজায় মরহুমের বড় সন্তান সিইউএসটি ও এডব্লিউএফ –এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গাজী এম এ সালাম তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন ও সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে খুলনা জেলার ডুমুরিয়া থানার চেঁচুড়ী গ্রামে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে সিইউএসটি শিক্ষা পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।