
ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ মোঃ মনজুর হোসেন-এর মৃত্যুতে শোক প্রকাশ
অত্যন্ত দূঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি (সিইউএসটি)-এর সম্মানিত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ মোঃ মনজুর হোসেন অদ্য ১৯/০২/২০২৫ বুধবার ভোর ০৪.০০ ঘটিকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ৩ পূত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাঙ্খি রেখে গিয়েছেন। তাঁর নামাজে জানাজা নিজ বাসভবন সংলগ্ন মসজিদে বাদ যোহর অনুষ্ঠিত হয়। জনাজায় উপস্থিত ছিলেন সিইউএসটি-র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জানাজায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়। জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে সিইউএসটি শিক্ষা পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।