
Prof. Dr. Md. Monjur Hossain joined as 1st VC of CUST
সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি (সিইউএসটি)-র প্রথম উপাচার্য-র যোগদান।
এডুকেশন লিডারশীপ এ্যাওয়ার্ড ২০১৭ অর্জনকারী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ প্রফেসর ড. মঞ্জুর হোসেন সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি (সিইউএসটি)-এর প্রথম উপাচার্য হিসেবে ২৯ জুন ২০১৯ ইং তারিখে যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা জনাব গাজী এম এ সালাম এর নিকট তিনি যোগদানপত্র হস্তান্তর করেন।
এর আগে, গত ১৬ জুন ২০১৯ ইং তারিখে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদ এক প্রজ্ঞাপণের মাধ্যমে প্রফেসর মঞ্জুর-কে সিইউএসটি-তে নিয়োগ দান করেন।
এ নিয়োগের পূর্বে সফলতার সাথে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কুয়েট-র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান/ বিভাগীয় প্রধান, সংশ্লিষ্ট অনুষদের ডীন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনার সাথে সম্পৃক্ত ছিলেন প্রফেসর ড. মঞ্জুর হোসেন।
প্রফেসর মঞ্জুর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৯৭ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেন।